Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস, রাস্তা বন্ধ

প্রকাশিত: ২১ জুন ২০২২, ০১:৩৩

ছবি: সংগৃহীত

চবি লাইভ: ভারি বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাধিক স্থানে পাহাড় ধসে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। রোববার সারাদিন ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নিরাপত্তার জন্য বন্ধ আছে কাটাপাহাড় সড়ক।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় ও সমাজবিজ্ঞান অনুষদের পাশে দুটি স্থানে পাহাড় ধস হয়েছে। রাস্তায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে রোববার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম জানান, আমরা রাত থেকেই রাস্তায় মাটি সরানোর কাজ করছি। এখনও কাজ চলছে। বিদ্যুত সংযোগের কাজও চলছে। আজ শহর থেকে শিক্ষকরা আসতে পারেননি। তাই বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ