Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ১১ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ৩ জুন ২০২২, ২১:৪০

বাস উল্টে ১১ শিক্ষার্থী আহত

চবি লাইভ: এবার বাস উল্টে ১০/১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে ভুর্ত করা হয়েছে। জানাগেছে বাস উল্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ১০/১১ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বালুছড়া ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত শিক্ষার্থীরা জানান, আহত হওয়ার পর দুর্ঘটনার শিকার কয়েকজনের মোবাইল, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারানো গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে এসব চুরির সাথে স্থানীয় বেশ কয়েকজন যুবক জড়িত রয়েছে। ওই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র আরিফ হোসেন ফয়সাল বলেন, বড়দীঘির পাড় এলাকায় এসে হঠাৎ বাসটির গতি বেড়ে যায়।

ওই শিক্ষার্থী আরো জানান, এসময় মোড় নিতে গিয়ে সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা লাগে। এরপর গাড়িটি উল্টে যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী সেফায়েত এ জান্নাত ইফাত বলেন, দুর্ঘটনায় আমরা অনেকেই আঘাত পেয়েছি। অনেকের মাথা ও শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। আহতদের বেশিরভাগই বালুছড়া ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা বিষয়টি শুনেছি। একজন গুরুতর আহত হয়েছেন। বাকিদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আরো জানাগেছে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

ঢাকা, ০৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ