Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউসিএ'র কালো তালিকাভুক্ত নয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১ জুন ২০২২, ০৪:২৩

ছবি: সংগৃহীত

কুবি লাইভ: যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্যা ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) কখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) কালো তালিকাভুক্ত করেনি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউসিএতে আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করা হয় বলেও জানিয়েছে ইউসিএ কর্তৃপক্ষ।

সম্প্রতি ইউসিএ কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে কুবি কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ মে) কুবির জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্প্রতি ইউসিএ কুবিকে কালো তালিকাভুক্ত করেছে বলে সংবাদ প্রকাশ করেছিল কয়েকটি গণমাধ্যম। গত ৯ মে বিষয়টি নিশ্চিত হতে ইউসিএকে মেইল করেন কুবি উপাচার্য। সোমবার সে মেইলের জবাব দিয়ে কালো তালিকাভুক্ত না করার বিষয়টি নিশ্চিত করে ইউসিএ।

এর আগে ইউসিএ কুবিকে কালো তালিকাভুক্ত করেছে এবং এ বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী তারা নিবে না বলে সংবাদ প্রকাশ করে যুক্তরাজ্যের কমিউনিটি ভিত্তিক একটি আইপি টিভি ও দেশীয় একটি বেসরকারি গণমাধ্যম। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি হয়।

ঢাকা, ৩১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএম//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ