
কুবি লাইভ: প্রশাসনের সাদামাটা বিশ্ববিদ্যালয় দিবস পালন মানতে নারাজ শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে বিশ্ববিদ্যালয় পালনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী শনিবার (২৮ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপক্ষে মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ অনুষ্ঠান অংশগ্রহন করবে
সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গান, নৃত্য, আবৃতি, নাটক এবং ব্যান্ড পারফর্মেন্স।
সাধারণ শিক্ষার্থীদের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন সম্পর্কে ছাত্র উপদেষ্টা ড. মোহঃ হাবিবুর রহমান ক্যাম্পাসলাইভকে বলেন, শিক্ষার্থীদের একটা অংশ সাংস্কৃতি চর্চা করতে চাচ্ছে।শিক্ষার্থীরা নিজের মত করে বিশ্ববিদ্যালয় দিবস পালন করতেই পারে। সুষ্ঠু সাংস্কৃতি চার্চার মাধ্যমে শিক্ষার্থীরা মেধার বিকাশ ঘটাক।
ঢাকা, ২৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআর//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: