Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে মে ২০২৩, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

যেভাবে পালিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস

প্রকাশিত: ২৫ মে ২০২২, ১৮:১৭

ফাইল ছবি

কুবি লাইভ: বিশ্ববিদ্যালয় দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। ২৮ মে বিশ্ববিদ্যালয় দিবসে সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন বিভাগ এবং হলের র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।

এরপর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটার পর্ব থাকবে। কেক কাটার পরের পর্বে থাকছে সংক্ষিপ্ত আলোচনা।

বুধবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান হচ্ছে। পরিবহন সুবিধা হিসেবে সকাল নয়টায় কান্দিরপাড় হতে ৬টি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং অনুষ্ঠান শেষে ফিরে যাবে।

উল্লেখ্য, অনুষ্ঠান চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া যাচ্ছে।

ঢাকা, ২৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ