Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যুক্তরাজ্যের কালো তালিকায় নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ২১:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি লাইভ: সম্প্রতি গণমাধ্যমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) নামের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। ইউসিএর এর ওই কালো তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাম রয়েছে বলে প্রচার হলেও নামের বানানে রয়েছে গরমিল। এ ছাড়া ইউসিএর ওয়েবসাইট ঘুরেও নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছেন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) এর কালো তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেই। প্রকাশিত ওই তালিকায় থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের বানান গরমিল রয়েছে। বিষয়টি স্পষ্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের ভিসির কাছে চিঠি পাঠিয়েছেন কুবি ভিসি প্রফেসর এ এফ এম আবদুল মঈন।

এবিষয়ে জানতে চাইলে কুবি ভিসি বলেন, ওই তালিকায় কুমিল্লা ইউনিভার্সিটি নামে দুটি নাম এসেছে। তবে তার কোনোটিই আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়। ওই দুটি বিশ্ববিদ্যালয়ের নামের বানানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের বানানের মিল নেই।

ঢাকা, ২৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ