Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

র‍্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির ৫ শিক্ষক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০৪:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক

কুবি লাইভ: বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচজন শিক্ষক। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককের নাম তালিকায় স্থান পেয়েছে। শনিবার এডি সায়েন্টিফিক ইনডেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকের এ তালিকায় স্থান পেয়েছেন কুবির ওই ৫ শিক্ষক। ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এর মধ্যে ইকোনোমিকস অ্যান্ড ইকোনোমেট্রিক্স ক্যাটাগরিতে দু’জন, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে দু’জন ও ন্যাচারাল সায়েন্সে একজন কুবি শিক্ষকের নাম রয়েছে।

প্রকাশিত ওই তালিকায় তালিকায় কুবির গবেষকদের মধ্যে প্রথমে আছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, দ্বিতীয় হিসেবে আছেন একই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো. তোফায়েল হোসেন মজুমদার, তৃতীয় অর্থনীতি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. স্বপন চন্দ্র মজুমদার, চতুর্থ পদার্থবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. খলিলুর রহমান এবং পঞ্চম ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজী ওমর সিদ্দিকী।

ঢাকা, ২৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ