Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবির আলাওল হলে ৮ দিন ব্যাপী বিতর্ক কর্মশালা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০২:৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আলাওল হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দিন ব্যাপী বিতর্ক ও পাবলিক স্পিকিং কর্মশালা। আলাওল হল বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত এই কর্মশালাটি শুরু হবে আগামী ২৩ এপ্রিল।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি ভিসি প্রফেসর ড. শিরিন আখতার। বিশেষ অতিথি হিসাবে আছেন প্রো-ভিসি প্রফেসর ড. বেনু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ্ দৌল্লাহ, আলাওল হল হাউজ টিউটর ঝুলন ধর, এস. এম. নাইম উদ্দীন, কায়সার উদ্দীন ও গিয়াস উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন আলাওল হল বিতর্ক সংসদের ডিবেট কোচ টিপু মারমা। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম প্রভোস্ট, আলাওল হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে থাকবেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামকরা বিতার্কিক, সহকারী জজ ও শিক্ষকবৃন্দ। কর্মশালাটির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল জোবায়ের ক্যাম্পাসলাইভকে বলেন," আমাদের লক্ষ্য আলাওল হলের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্কের প্রসার লাভ করানো এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চার বিকাশ ঘটানো। আলাওল হলের ১৯-২০ সেশন ও ২০-২১ সেশনের নবীন সকল শিক্ষার্থীরা এ কর্মশালাটিতে বিনামূল্যে যোগ দিতে পারবেন।"

ঢাকা, ২৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ