Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সিএনজি চালকের বিরুদ্ধে

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ২২:৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে অভিযোগ উঠেছে এক সিএনজি চালকের বিরুদ্ধে। চবির ওই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলক্রসিং এলাকায় শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত হোসেনের মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজির ধাক্কা লাগে। এ ঘটনায় কথা-কাটাকাটির একপর্যায়ে সিএনজিচালক আরাফাতকে মারধর করেন।

শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে বিকেল ৫টয় চবির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের উপ-গ্রুপ সিএফসির অনুসারীরা। এসময় রেলক্রসিং এলাকা থেকে একটি সিএনজি জব্দ করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন ছাত্রলীগ কর্মীরা।

ঘটনার বিষয়ে জানাতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। সিএনজিচালকদের সঙ্গে কথা বলবো। বিষয়টি সমাধানে চেষ্টা করছি আমরা।

ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ