Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২২, ০২:০৯

লাইভ প্রতিবেদক: শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ওই চার শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রিয়াজ (১৯), মো. সুলতান (১৯), প্রিন্স দাস (১৯) এবং মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন (২৬)।

জানা গেছে, সংঘর্ষে জড়ানো একটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং অপর পক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সোমবার ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র প্রথমে দুই গ্রুপের জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন জানান, ‘জুনিয়রদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। পরে সমাধান হয়ে গেছে।’

ঢাকা, ২১ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ