Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবি’র চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো যে কারণে

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৭, ০৩:০৬


 
চবি লাইভ: আবারও বহিস্কারের ঘটনা ঘটলো চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী এতথ্য জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রোক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ক্যাম্পাসলাইভকে বলেন, 'ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বহিষ্কৃতদের ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ করেছে প্রশাসন কর্তৃপক্ষ। এমন কি তাদেরকে ক্যাম্পাসে অবস্থান করতে দেখলে পুলিশকে গ্রেফতারের নির্দেশও দিয়েছে চবি প্রশাসন। এনিয়ে দেখা দিয়েছে উত্তেজনা।
 
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান, ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের মো.নাহিদ আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ সেশনের সোহেল মিয়া ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০১৫-১৬ সেশনের ইফতেখার উদ্দিন রিয়াজ।

জানাগেছে এরা প্রায়ই ক্যাম্পাসে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে ছিনতাই ও রাহাজানিসহ নানা ধরনের অপকর্ম করতো। তাদেরকে কোন কিছু বলতে সাহস পেত না সাধারণ শিক্ষার্থীরা।

 

ঢাকা, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ