Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘চসিকের নীতিমালা জাতীয় শিক্ষানীতির আলোকে প্রণিত’

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৭, ০৩:৪৬



লাইভ প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা নীতিমালা জাতীয় শিক্ষানীতির আলোকে প্রণিত হয়েছে বলে দাবি করেছেন নগর ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ।

শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে দাবি জানানো হয়। তবে তারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

বিবৃতিতে বলা হয়, ‘২০১৫ সালের ২৬ জুলাই  নাছির উদ্দিন চসিক মেয়রের দায়িত্বভার নেয়ার সাথে সাথে দীর্ঘ সময়ে জমাট বাঁধা জঞ্জালগুলো পরিস্কার করে গ্রীন ক্লিন সিটি বাস্তবায়ন করার প্রত্যয়ে বিভিন্ন উদ্যোগগ্রহণের অংশ হিসেবেই গত এপ্রিল চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য স্বতন্ত্র শিক্ষা নীতিমালা প্রকাশ করেছেন।

আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ১২৪ পৃষ্ঠার নীতিমালায় দেখতে পাই, এই শিক্ষা নীতির মাধ্যমে অতীতের চসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা বিশেষ কিছু ব্যক্তির দীর্ঘ সময়ের শিক্ষা বাণিজ্য চরম হুমকিরসম্মুখীন হয়ে পড়ে।

চসিকের দীর্ঘ সময়ের বাস্তবতা এবং প্রয়োজনীয়তা অনুধাবন করেই নতুন শিক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়েছে।চসিক তার ৬০ হাজারের অধিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক চিন্তা করবে না?এই চিন্তার সফলতাই হচ্ছে নতুন শিক্ষা নীতিমালা, যা কোনভাবেই জাতীয় শিক্ষা নীতিমালার সাথে সাংঘর্ষিক নয়। আর এই শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতির আলোকে রচিত।

বিবৃততি আরও বলা হয়, ‘বর্তমান প্রশাসন যখন চসিকের প্রতিটি ক্ষেত্র থেকে দূর্নীতির মূল উৎপাটনে বদ্ধপরিকর। শিক্ষক, শিক্ষিকা নিয়োগ বাণিজ্যের নামে দূর্নীতি দমনে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করেছেন।

একব্যক্তির ক্ষমতার অপব্যবহার রোধেই ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা উল্লেখ আছে এই নীতিমালায়।ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে তা এমপিও ভুক্তির ক্ষেত্রে সহায়ক হবে।

চসিকের কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোথাও টাকা জমা নেয়ার রশিদেনগর উন্নয়ন ফিনামে কোন খাত নেই, কিন্তু আমাদের কিছু পথভ্রষ্ট ছাত্রবন্ধুদ্বয় বলছে আছে। অতীতে যা বিবিধ ফি নামে নেওয়া হত, বর্তমানে তা জেলাপ্রশাসকের নির্দেশেউন্নয়ন ফিনামে নেয়া হয়।

চসিক কর্তৃক গৃহীত এই  শিক্ষানীতির মাধ্যমে চসিক নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে এমন একটি জাতি গড়ে উঠবে যার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠতে বাধ্য।তাই আমরা বাংলাদেশ ছাত্রলীগের অংশ হিসেবে শিক্ষানীতিকে জাতীয় স্বার্থে চট্টগ্রামের শিক্ষার এক নতুন দ্বার উম্মোচনে সহায়তা করবে বলে বিশ্বাস করি।’  

নগর ছাত্রলীগের একাংশের পক্ষে বিবৃতি দাতারা হলেন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক, ইমতিয়াজ বাবলা, রেজাউল আলম রনি জাহেদুল হক চৌধুরী মার্শাল প্রমুখ।

 

ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ