Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাংলা নববর্ষ বরণে আলপনায় সেজেছে নোবিপ্রবি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৭, ০৩:০০


নোবিপ্রবি লাইভ: বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে নানা রকম আলপনায় সেজেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাম্পাস। সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ চত্বর থেকে শুরু করে টিএসসি রোড পর্যন্ত আকা হয়েছে ফুল, পাখি, বিভিন্ন ধরনের নকশা সহ নানা রকম আলপনা। 

জানা গেছে, বাংলা নববর্ষ  উপলক্ষে আয়োজিত "আলপনা উৎসবে" আকা হয় এসব আলপনা। বিশ্ববিদ্যালয়ের  অর্থনীতি বিভাগ উক্ত উৎসবের আয়োজন করে। বৃহস্পতিবার ১৩ এপ্রিল  দুই দিনের এই আলপনা উৎসব শেষ হয়। 

এ বিষয়ে অর্থনীতি বিভাগের ৫ম ব্যাচের ছাত্র মোমেনুল হক বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে এটিই আমাদের প্রথম সবচেয়ে বড় উৎসব, বাঙ্গালী জাতির প্রাণের উৎসব নববর্ষ উদযাপন । আমরা আমাদের এই প্রথম অনুষ্ঠানটিকে স্বরণীয় করে রাখতে বদ্যপরিকর। এ জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে যার অংশ হিসেবে আজকের এই আলপনা উৎসব। 

এদিকে আলপনা উৎসবের সহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। বাংলা নববর্ষ কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্রই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সবাই যেন মুখিয়ে আছে নতুন বছরটিকে সাদরে বরণ করে নিতে।

 


ঢাকা, ১৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ