Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নিরবিচ্ছিন্ন পানির দাবীতে চবি'তে আন্দোলন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭, ০৪:৪৭

 
চবি লাইভ: পানির অপর নাম জীবন হলেও দিনের পর দিন পানির তীব্র সংকটের কারণে জীবন যাপন ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিছুদিন আগেও ক্রমাগত লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা।
 
সোমবার রাত ৮ টা থেকে আবাসিক হলগুলোতে পানির নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবিতে ছাত্রীরা স্লোগান দিতে থাকে ও ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দেয় তারা।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু মুঠোফোনে বলেন, "দীর্ঘদিন বিদ্যুৎ ও পানির সংকট সমাধানের জন্য শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত আন্দোলনে ছাত্রলীগ সমর্থন জানিয়েছে এবং আবাসিক হলগুলোর নেত্রীরা বিক্ষোভে অংশ নিচ্ছেন।"
 
গত কয়েক সপ্তাহ ধরে পানির তীব্র সংকটের কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিল। প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করা হলেও পানি সংকট সমাধান হয়নি।বিভিন্ন ব্যাচের ফাইনাল ও মিড টার্ম পরীক্ষা চলছে। এ অবস্থায় তীব্র পানিসংকটের কারণে তাদের পড়াশোনার চরম বিঘ্ন ঘটছে।
 
এসময় প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দাবী বিবেচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়া হয়।
 
 
ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ