Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিপ্রবিতে সাংবাদিকদের উপর হামলায় কুবিসাস’র মানববন্ধন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭, ০৩:৫৩


কুবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাবিউল আহমদ দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর উপর ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

সোমবার দুপরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনের বক্তরা বলেন, ‘তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে শাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা ছাত্রলীগ কর্মীদের দ্বারা যে হামলার স্বীকার হয়েছেন তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই শাবিপ্রবি’র একজন ছাত্রলীগ নেতা-ই (বদরুল আলম) কিছুদিন আগে খাদিজা নামক এক কলেজ ছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে যা পুরো বিশ্বে আলোচনার সৃষ্টি করে। ছাত্রলীগের এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে যদি সাংবাদিকরাই আহত হন তাহলে দেশের নীতি-নৈতিকতা মুখ থুবড়ে পড়েছে বলেই ধরে নিতে হবে। সুতরাং অতি শীঘ্রই শাবিপ্রবি প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা ও লাঞ্চনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’


এছাড়াও বক্তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত একটি ছাত্র সংগঠন। এই সংগঠনে থেকে যারা এসব সহিংস কাজে জড়িত তারা কখনোই ছাত্রলীগের আদর্শ নেতা-কর্মী হতে পারেনা।’ একই সাথে এসব নেতা-কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সুদৃষ্টি কামনা মানবন্ধনের উপস্থিত সদস্যরা।


জানা যায়, গত ৮ এপ্রিল শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা এক তরুনীকে কতিপয় ছাত্রলীগ কর্মী উত্যক্ত করায় তাতে প্রতিবাদ করেন দিপু ও আব্বাস। এতে ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় কতিপয় দুষ্কৃতিকারী ছাত্রলীগ কর্মীরা।


মানববন্ধনের একাত্মতা পোষণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি, থিয়েটার, রক্তদাতা সংগঠন বন্ধু, অনুপ্রাস-কন্ঠ চর্চা কেন্দ্র।

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ