Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জমকালো আয়োজনে কুবির ‘বাংলা সপ্তাহ’র সমাপ্তি

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৭, ১৯:২৭


কুবি লাইভ: ‘বাংলায় বলি, বাংলায় থাকি, মেতে উঠি বাংলায়’- শীর্ষক স্লোগান নিয়ে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সপ্তাহব্যাপি চলমান বাংলা সপ্তাহ-১৪২৩ এর পর্দা নেমেছে।

রবিবার বিকেলে বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদ’ কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সপ্তাহ-১৪২৩ উদযাপন করা হয়েছে।


বাংলা ভাষা-সাহিত্য পরিষদের কোষাধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান মিলকির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলী আশরাফ। 

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কুন্ডু গোপীদাস, বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ গোলাম মাওলা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন এবং বাংলা ভাষা-সাহিত্য পরিষদ’র ভিপি নূর মোহাম্মদ জিসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষাথীবৃন্দ।


সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বাংলা বিভাগে সদ্য নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন তাদের আনন্দানুভূতি প্রকাশ করেন।

এরপর বাংলা বিভাগের তৃতীয় আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় অনুভূতি প্রকাশ করেন একে একে আবর্তনের বেশ কয়েকজন শিক্ষার্থী। দীর্ঘ পাঁচ বছর সময়কালের শেষলগ্নে এসে অনুভূতি প্রকাশে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় এক বেদনাময় পরিবেশের সৃষ্টি হয়।


সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুস্থ বিনোদনের অন্যতম এক মাধ্যম হয়ে উঠে এই অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি, ম্যাজিক শো, কৌতুক ইত্যাদির মিশেলে রাতের কুবি হয়ে উঠে পুরো বাংলা বিভাগময়।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল যাত্রাপালা ‘বেদের মেয়ে জোসনা’। আধ-ঘন্টাব্যাপী এই এই মনোজ্ঞ যাত্রা অনুষ্ঠানে উপস্থিত প্রায় তিন শতাধিক দর্শকের নজর কেড়েছে।

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ