Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিপ্রবিতে সাংবাদিকের ওপর হামলায় নোবিপ্রবিসাসের নিন্দা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৭, ১৯:০০



নোবিপ্রবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ নবিউল আহমেদ দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কতিপয় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী ক্যাডার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ নবিউল আহমেদ দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর ওপর হামলা করে গুরুতর আহত করে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সাংবাদিকদের দেশ ও সমাজের আয়না আখ্যায়িত করে বিবৃতিতে আরও বলা হয়, তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশকে প্রচার করছে বর্হিবিশ্বের কাছে।  সমাজের বিভিন্ন সমস্যা এবং দেশ ও সমাজের ক্ষতি সাধনকারীদের প্রতিরূপ সমাজের সামনে তুলে ধরছেন তারা। আর তারই ফলশ্রুতিতে বিভিন্ন সময় দেশে সহিংসতা ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের রোষের শিকার হচ্ছে সাংবাদিক সমাজ।

এছাড়াও বিবৃতিতে উক্ত ঘটনায় দোষীদের বিচার চেয়ে উল্লেখ করা হয়, অপরাধী বা সন্ত্রাসীর যে পরিচয়ই থাক না কেনো, তার আসল পরিচয় হচ্ছে সে অপরাধী। তাই শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সাংবাদিক খুন এবং হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে নোবিপ্রবিসাস।

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ