Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবিতে আজীবন বহিস্কৃত ছাত্রলীগ নেতা দুই বছরেই প্রত্যাহার!

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৭, ০৪:৪৬


লাইভ প্রতিবেদক: আজীবন বহিস্কৃত ছাত্র নেতাকে ২ বছরের মাথায় প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগ। এ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমালোচনার ঝড় উঠেছে। ত্যাগী ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন এ কোন ধরনের সিদ্ধান্ত।

ওই ছাত্রলীগ নেতার নাম হচ্ছে ইলিয়াস হোসেন সবুজ। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিল।

জানা যায়, ২০১৫ সালের ২৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শালবন বিহার এলাকার একটি পিকনিক স্পট থেকে ইলিয়াস হোসেন সবুজকে আটক করেছিল র‌্যাব-১১।

পরবর্তীতে একই বছরের ৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

কিন্তু ওই ঘটনার দুই বছর যেতে না যেতেই ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইলিয়াস হোসেন সবুজ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।’

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজসহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।

 

ঢাকা, ২৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ