Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘ঘাতকরা আমার সব কেড়ে নিয়েছে’

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ২০:২৬

চবি লাইভ : আমার ছেলে কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। তাহলে কেন আমার ছেলেকে এভাবে হত্যা করা হল। আশায় ছিলাম আর কদিন বাদেই ও সংসারের হাল ধরবে। কিন্তু এর আগেই ঘাতকরা আমার সব কেড়ে নিয়েছে। আমার সব শেষ হয়ে গেছে। এভাবেই আহাজারি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র আলাউদ্দিনের বাবা শাহ আলম।

নিহত আলাউদ্দিনের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে। তার বাবা শাহ আলম আগে দুবাই ছিলেন। চার বছর আগে দেশে ব্যবসা শুরু করেছেন। ভাবেননি ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে।

শুক্রবার চট্টগ্রামের একটি বাসা থেকে হাত-পা বাধা চবি ছাত্র আলাউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় বিশ্ববিদ্যালয়সহ আলাউদ্দিনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুন হওয়া যুবক ও খুনিরা পূর্বপরিচিত। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে স্বজনেরা লাশ শনাক্ত করেন। কী কারণে আলাউদ্দিনকে খুন করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

এর আগে শুক্রবার বাসা ভাড়া নেওয়ার নাম করে ঘরে ঢোকেন এক তরুণীসহ চারজন। বাড়ির তত্ত্বাবধায়ককে জানান, বাসা তাদের পছন্দ হয়েছে। এখন থেকেই থাকতে চান তারা। রাজি হয়ে যান তত্ত্বাবধায়কও। ঘটনার শুরু এভাবেই। এর তিন ঘণ্টার মধ্যে একে একে বাসা থেকে বেরিয়ে যান তরুণীসহ তিনজন। চতুর্থজনের লাশ পাওয়া যায় বাসার টয়লেটে হাত-পা বাঁধা অবস্থায়। ওই লাশটি চবি ছাত্র আলাউদ্দিনের বলে শনাক্ত করা হয়।



ঢাকা, ২৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ