Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবি’তে ‘বি’বাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ’র নবীনবরণ

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ০৩:৩৭



কুবি লাইভ: বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ঐতিহ্যবাহী বৃহত্তর আঞ্চলিক সংগঠন ‘বি’বাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ’র উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এসময় নতুন ভর্তিকৃত শতাধিক শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি’বাড়িয়ার কৃতিসন্তান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসাইন; বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সভাপতি প্রদীপ দেবনাথ; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসাইন; মার্কেটিং বিভাগের প্রভাষক ও সংগঠনের প্রাক্তন সদস্য আওলাদ হোসেন বিপ্লব।

এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ জিসান এবং সম্পাদক সায়েদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংগঠনের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ইমার সঞ্চালনায় আলোচনাপর্বে বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘তিতাস পাড়ের বি’বাড়িয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। তোমাদের ভাল মানের পড়াশোনা ও তার পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতি চর্চাই পারে বি’বাড়িয়া তথা গোটা বাংলাদেশকে এগিয়ে নিতে। বিশ্ববিদ্যালয় জীবনে চলাফেরা করতে গিয়ে নিজ অঞ্চলের শিক্ষার্থীদের সাথে সৌহার্দতা রক্ষা ও পারস্পরিক সম্পৃতি বৃদ্ধির জন্যই ‘ বি’বাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ’ গঠিত হয়েছে। আশা করি তোমাদের সবিশেষ সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যাবে সংগঠনটি।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের কল্যাণার্থে ২০০৮ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে সর্ববৃহৎ এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় চার শতাধিক।

 

ঢাকা, ২৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ