Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবির তিন শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৭, ১৬:৪০



নোবিপ্রবি লাইভ: কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন।

বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের এই স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীদের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ পদকে ভূষিত শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসনাত রিয়াজ। ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের শুভ ভৌমিক এবং ফার্মাসি বিভাগের মোহাম্মদ মুসতাহসান বিল্লাহ।

এদিকে, প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাওয়া ৩ মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বর্ণপদক প্রাপ্তদের অভিনন্দন জানায় তাদের সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থী ২০১৩ ও ২০১৪ সালে অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করেছে তাদের  নামের তালিকা ইউজিসির কার্যালয়ে পাঠানো হয়। পরবর্তিতে এই ৩ জনকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত করে ইউজিসি কর্তৃপক্ষ।

 

ঢাকা, ২৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ