Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটে ‘জলবায়ু পরিবর্তন: প্রভাব ও অভিযোজন’ কর্মশালা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:০১

চুয়েট লাইভঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগ এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (CESER)-এর উদ্যোগে দুইদিনব্যাপী “জলবায়ু পরিবর্তন: প্রভাব ও অভিযোজন” (Climate Change: Effects and Adaptation) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৫-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর। এতে বিশেষ অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস’র জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ আহমেদ জুলফিকার, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম ল্যাবের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ নুরুল্লাহ নূরী।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা দপ্তর-১ এর পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) ড. শ্যামল চন্দ্র দাশ এবং আইটিএন-বুয়েট এর নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মেকফি ফারাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুদীপ কুমার পাল। এতে স্বাগত বক্তব্য রাখবেন CESER-এর চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা রহমান জুথী।

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ