Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এবার চবিতে নির্মিত হচ্ছে হাইটেক পার্ক

প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৭:২৪

চবি লাইভ: এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মিত হচ্ছে হাইটেক পার্ক। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ চট্টগ্রামের হাজার শিক্ষার্থীর সামনে নতুন দুয়ার উন্মোচন হবে বলে আশাবাদ বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের।

বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০ একর জায়গার ওপর হাইটেক পার্কের স্মারক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, ‘এ হাইটেক পার্কে সিলিকন ভেলির আদলে দেশ-বিদেশের বহু নামিদামি প্রতিষ্ঠান তাদের কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলবে। পার্কটি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের বিরাট অংশের কর্মস্থানের সুযোগ হবে। সেই সঙ্গে দেশে বৈদেশিক বিনিয়োগও বৃদ্ধি পাবে।’


ঢাকা, ২২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ