Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঈদে নানা বাড়ি যাওয়া হল না বিশ্ববিদ্যালয় ছাত্রের!

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বার ২০১৬, ১৩:৩১

cu-tarek

কুবি লাইভ : বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি। তাই বাড়ি ফিরে আনন্দে মেতে উঠেছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তারেক ইসলাম। সিএসই বিভাগের এ ছাত্রটির আনন্দ থমিয়ে দিল লেগুনা। বেপোরোয়া ওই ঘাতকের চাপায় প্রাণ গেল তারেকের। নিভে গেল মেধাবী ছাত্রের অালোকিত হওয়ার স্বপ্ন। ঈদের ছুটিতে তার নানা বাড়িতে যাওয়া হল না।

তারেক আর কখনও নানার বাড়িতে যাওয়ার বায়না ধরবে না। নানার বাড়িতে গিয়ে এটা ওটা পাওয়ার আবদার জানাবে না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে তারেক। শোকে কাতর তার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন।

জানা গেছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া-নাওতলা অঞ্চল সংলগ্ন মহাসড়কে করুণ মৃত্যু হয় তারেকের।

তারেকের চাচাতো ভাই সাইদুর রহমান ক্যাম্পাসলাইভকে জানান, ‘বুধবার বিকেলে বড় ভাই তুহিন আহমেদ ও খালাতো ভাই তানভীর আহমেদকে সাথে নিয়ে মোটরবাইকে করে নানা বাড়িতে যাচ্ছিলেন তারেক। পথিমধ্যে চান্দিনাস্থ মাধাইয়া-নাওতলা মহাসড়কে অবস্থানকালে দ্রুতগতির একটি লেগুনা তাদেরকে পেছন থেকে চাপা দেয়।

এই ঘটনায় তারা তিনজনই আহত হন। বাকিদের অবস্থা গুরুতর না হলেও তারেক বাইকের পেছনে থাকায় মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে চান্দিনা মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সন্ধ্যা ৬টায় তারেকের মৃত্যু হয়।


তারেক ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী স্বাস্থ্য বিভাগের ডা. মো: রাজন। তিনি ক্যাম্পাসলাইভকে জানান,‘তাকে (তারেক) আমরা মৃত অবস্থায় পেয়েছি। অর্থাৎ এখানে আনার আগেই সে মারা যায়।’ সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।



ঢাকা, ১৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ