Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে ভর্তি যুদ্ধ শুরু শনিবার

প্রকাশিত: ২৭ অক্টোবার ২০১৮, ০৩:৫৮

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। প্রথম দিন অনুষ্ঠিত হবে 'বি' ইউনিটের পরীক্ষা (কলা ও মানববিদ্যা অনুষদ)।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসূত্রে জানা গেছে, 'বি' ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন পড়েছে ৩১ হাজার ৭৯০ জনের। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ২৮ জন। প্রথমবারের মতো দুই শিফটে শুধু ক্যাম্পাসেই অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা।

১ম শিফটের সময়সূচি: পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে সকাল ৯ টা ৪৫ মিনিটের মধ্যে। OMR ফরম দেয়া হবে সকাল ১০ টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র দেয়া হবে সকাল ১১টায়। পরীক্ষা শেষ হবে বেলা ১২টায়।

২য় শিফটের সময়সূচিঃ পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে দুপুর ২ টা ১৫ মিনিটের মধ্যে। OMR ফরম দেয়া হবে দুপুর ২ টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র দেয়া হবে সাড়ে ৩ টায়। পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

কলা অনুষদের বিভাগ ও আসন সংখ্যা:
বাংলা (১১০)
ইংরেজি (১১০)
ইতিহাস (১২০)
দর্শন (১২০)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (১২০)
আরবি (১২০)
ইসলামিক স্টাডিজ (১২০) আধুনিক ভাষা ইইন্সিটিটিউট (৪১)
ফার্সি ভাষা ও সাহিত্যে (৫০)
পালি (৮৫)
সংস্কৃত (৭০)
ইন্সিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (১০৫)
বাংলাদেশ স্টাডিজ (৫০)

প্রসঙ্গত, পরীক্ষার হলে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর মোবাইল ফোন, মেমেরী অপশনযুক্ত ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম বা যে কোন ধরনের ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

তবে মেমেরী অপশন ছাড়া FX-100 বা এর নিচে সাধারণ মানের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ("বি" ইউনিটে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না)। পরীক্ষার হলে পরীক্ষার্থীর মুখমন্ডল এবং দুই কান দৃশ্যমান থাকতে হবে।

 

 

ঢাকা, ২৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ