Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বে ২৮ জন

প্রকাশিত: ২৪ অক্টোবার ২০১৮, ২০:৪০

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার, ২৭ অক্টোবর। এ সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে প্রায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রোধে পুলিশের বিশেষ টিম কাজ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

ভর্তি পরীক্ষার বিষয় জানতে চাইলে সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন জানান, নগরের মুরাদপুর-অক্সিজেন থেকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট পর্যন্ত ১৯টি পয়েন্টে যানজট নিরসনে কাজ করবে পুলিশ। এছাড়া ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তায় প্রায় পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। এ বছর ১ লাখ ৩৬ হাজার ২৪৭টি আবেদন জমা পড়ায় প্রতি আসনে লড়বে ২৮ জন।

এসময় তিনি আরো জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ৪৪ হাজার ৪৩১ জন ভর্তি পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে। ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৭৯০জন, বি-১ উপ ইউনিটে ১ হাজার ৮৮৪জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৪৩৯জন, ও ‘ডি’ ইউনিটে ৪৪ হাজার ৫৬৮জন এবং ডি-১ উপ-ইউনিটে ২ হাজার ১৩৫জন প্রতিদ্বন্দ্বীতা করবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার প্রধান এসএম আকবর হোসাইন জানান, ভর্তি পরীক্ষায় কোনও পরিদর্শক মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীরা কেবল সাধারণ ঘড়ি ও ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবে, নেকাব পরিহিত নারী শিক্ষার্থীদের কান খোলা রেখে পরীক্ষার হলে ঢুকতে হবে।

জানা গেছে, আগামী শনিবার, ২৭ অক্টোবর ‘বি’ ইউনিটের মাধ্যমে শুরু হবে চবির ভর্তিযুদ্ধ। ২৮ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ২৯ অক্টোবর, সোমবার ‘এ’ ইউনিট, ৩০ অক্টোবর, মঙ্গলবার ‘সি’ ইউনিট এবং ৩১ অক্টোবর, বুধবার ডি-১ ও বি-১ উপ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

 

ঢাকা, ২৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ