Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ঘ

প্রকাশিত: ৫ অক্টোবার ২০১৮, ০৩:০৮

চট্টগ্রাম লাইভ: ফের চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের কমিটি নিয়ে পদ পাওয়া ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষই একে অপরের দিকে ইট পাটকেল ছুঁড়ে মারে। এ ঘটনায় পুলিশের এক সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

এবিষয়ে চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় পুলিশের এক সদস্য সামান্য আহত হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় কলেজ ক্যাম্পাসের ভেতর ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ঘের সূত্রপাত হয়। সংঘর্ঘের সময় পুলিশ সদস্য মো. রেজাউল (২৫) আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রলীগ সূত্র জানা যায়, দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের সামনে মিছিল বের করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পর কলেজের বাংলা বিভাগের সামনে থেকে পদ পাওয়া নেতাকর্মীরাও মিছিল বের করেন। দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য যে, প্রায় ৩৪ বছর পর গত ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ২৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

 

ঢাকা, ০৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ