Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভর্তি ফি বৃদ্ধি : নোবিপ্রবিতে আবেদন পড়েছে কম, সময় বৃদ্ধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার ২০১৮, ০০:১৫

নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় আবেদন কম পড়ছে। শিক্ষার্থীরা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহ দেখাচ্ছে না। এর কারণ হলো ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি করা হয়েছে বলে যানা যায়।

এছাড়া তিনটি বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ অবস্থায় ভর্তি পরীক্ষার ফরম বিতরণের সময়সীমা ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়। আশানুরূপ আবেদন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, একইদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবেদন ফি বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে।

যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। এছাড়া নতুন করে দেওয়া নোবিপ্রবির সার্কুলারে ইউনিট বৃদ্ধিসহ পরীক্ষা পদ্ধিতে পরিবর্তন আনা হয়েছে। সবমিলিয়ে নোবিপ্রবিতে আবেদন না করার পেছনে এই কারণগুলোকেই তুলে ধরছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে :

অক্টোবর ২৬ :
A ইউনিট: সকাল ১০.৩০ - দুপুর ১২.০০ টা,
B ইউনিট: বিকেল ৩.০০ - ৪.৩০ টা পর্যন্ত।

অক্টোবর ২৭ :
C ইউনিট: সকাল ১০.৩০ - দুপুর ১২.০০ টা,
D ইউনিট: বিকেল ৩.০০ - ৪.০০ টা পর্যন্ত।

অক্টোবর ২৮ :
E ইউনিট: সকাল ১০.৩০ - দুপুর ১১.৩০ টা,
F ইউনিট: বিকেল ৩.০০ - ৪.০০ টা পর্যন্ত।

প্রবেশপত্র সংগ্রহের তারিখ : বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

 

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ