Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আন্দোলনে উসকানি, ৫৭ ধারায় দুই ছাত্রনেতা গ্রেফতার

প্রকাশিত: ৮ আগষ্ট ২০১৮, ০৭:১৯

চট্টগ্রাম লাইভ : শিক্ষার্থীদের আন্দোলনে উসকে দেয়ার অভিযোগে ছাত্র ফেডারেশনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর অাগে ওই অভিযোগে চার নেতা-কর্মীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। সোমবার মধ্যরাতে কোতোয়ালী থানা পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে।

মামলায় আসামিরা হলেন- চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মারুফ হোসেন (২৩), রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ (২০), ইমদাদুল হক ওরফে আশিক (২৪) ও আব্দুল­াহ আল সাহেদ (২০)।

এদের মধ্যে মারুফ হোসেন ও আজিজুর রহমান আসাফকে সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামায়েত হওয়ার চেষ্টাকালে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানান, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, ০৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ