Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোটা আন্দোলন, নিখোঁজ সেই নেতার খোঁজ দিয়েই রিমান্ডে

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৮, ১৯:০৮

লাইভ প্রতিবেদক : ব্যানার প্রিন্ট করাতে গিয়ে নিখোঁজের নিখোঁজের তিনদিন পর কোটা সংস্কার আন্দোলনের নেতা তরিকুল ইসলাম তারেকের সন্ধান পাওয়া গেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওই নেতার খোঁজ পাওয়া গেছে আদালতে। আন্দোলন চলাকালে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই মামলায় তাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামি তারেককে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেকের সন্ধান দাবিতে সোমবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেন তাঁর বাবা মো. আব্দুল লতিফ ও মা শাহানা বেগম।

আব্দুল লতিফ বলেন, গত ১৪ জুলাই তারেকের সঙ্গে শেষ কথা হয় আমার মেয়ের। সে ফোনে বলছিল, তাকে সাদা পোশাকে কেউ অনুসরণ করছে ও খুঁজছে। এই কথার পর থেকে আমরা তার মোবাইল ফোন বন্ধ পাই। রোববার দিবাগত মধ্যরাতে শাহবাগ থানায় তারেকের মা সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ডিউটি অফিসার জানান, তারা তদন্ত করে জিডি নেবে।

আব্দুল লতিফ জানান, তারেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন। ছাত্রজীবনে তিনি কুমিল্লা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিসিএসের কোচিং করতে তিনি ঢাকায় আসেন। ভর্তি হন কোচিং সেন্টারে। বাড্ডায় বোনের বাসায় থেকে চাকরির জন্য পড়াশোনা করছিলেন তারেক।


ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ