Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোটা সংস্কারের পক্ষে গণিত অলিম্পিয়াডে প্রথম স্বর্ণজয়ী

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৮, ১৮:১২

লাইভ প্রতিবেদক : কোটা সংস্কারের পক্ষে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্র্রথম স্বর্ণজয়ী বাংলাদেশী ছাত্র আহমেদ জাওয়াদ চৌধুরী। তিনি তার ফেইসবুক পোস্টে লিখেছেন, I'm a student of Cantonment English School, Chittagong, Bangladesh. The whole country's students want Quota reformation in the Govt jobs sector of Bangladesh. But their peaceful movements from yesterday were replied with an attack by police force for nothing. Most of the people are keenly interested to reform quota but the government doesn't want to reform this. They have already taken control over national media so we need attention of foreign media. Please come forward, the situation is beyond control.

We need you. Help us to arise a new morning.

#BBC #CNN #AlJazeera #ReformQuotaBD

(Try to repost this using the hashtags and making it public instead of sharing it.
If the hashtag trends, we can gain attention.)

উল্লেখ্য, ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবারের মত স্বর্ণপদক অর্জন করেছেন জাওয়াদ। তিনি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। রোমানিয়ায় অনুষ্ঠেয় গণিত অলিম্পিয়াপে জাওয়াদ মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পেয়েছেন।

গত ৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮। এ বছরের অলিম্পিয়াডে ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেন। দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম।

জানা গেছে, জাওয়াদ ছাড়াও বাংলাদেশ দল ৩টি ব্রোঞ্জপদক ও ২টি অনারেবল মেনশন পেয়েছে। দলের সদস্য ঢাকা কলেজের রাহুল সাহা অনারেবল মেনশন, নটরডেম কলেজের জয়দীপ সাহা ব্রোঞ্জ, নটরডেম কলেজের তামজিদ মোর্শেদ রুবাব ব্রোঞ্জ, নটরডেম কলেজের তাহনিক নূর সামিন ব্রোঞ্জ ও ফরিদপুরের পুলিশ লাইনস হাইস্কুলের অনারেবল মেনশন পেয়েছে। ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ছয় জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

ঢাকা, ১৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ