Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটে ‘ভূমিকম্প প্রতিরোধী’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১২ জুলাই ২০১৮, ২১:৩৪

চুয়েট লাইভ: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চের (আইইইআর) আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভবন ও সেতু নির্মাণে ‘ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের অগ্রগতি’ বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

Advances in Seismic Resistant Design of Reinforced Concrete Buildings and Bridges দিনব্যাপী সেমিনারটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে সকাল ১১টায় উক্ত সেমিনারের উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত ভিসি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী, The BUET-Japan Institute of Disaster Prevention and Urban Safety (BUET-JIDPUS)-এর পরিচালক প্রফেসর ড. রাকীব আহসান।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন চুয়েটের সাবেক ভিসি এবং পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন আইইইআর’র পরিচালক ও পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. মো: সাইফুল ইসলাম বলেন, ভূমিকম্পে আমরা খুব অসহায় হয়ে পড়ি। সবখানে নানা ধ্বংস দেখা যায়। বহুতল ভবনগুলোর অবস্থা আরো করুন হয়। আমাদের অঞ্চলে গড়ে ১০০ বছরে ১টি বড় ধরনের ভূমিকম্প হওয়ার তথ্য আছে। ফলে আমরা কেউ বিপদমুক্ত নই।

আমাদেরকে এখন টেকসই নির্মাণকে গুরুত্ব দিতে হবে। ডিজাইন এবং ডিটেলিং এর ব্যাপারে আরো সচেতন হতে হবে। লোকেশনের চাহিদা মোতাবেক নির্মাণ হচ্ছে কিনা তা দেখতে হবে।

তিনি আরো বলেন, সব কিছুর বেলায় সফটওয়্যার নির্ভর হলে চলবে না। সফটওয়্যারের কোন মানবীয় গুনাবলী নেই। তাই সফটওয়্যার আপডেটের পাশাপাশি নিজেকেও আপডেট থাকতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের প্রভাষক নাফিসা মারিয়াত।

সেমিনারে পৃথক চারটি সেশনে চারটি কী-নোট উপস্থাপন করা হয়। ‘Seismic Analysis & Design of RC Buildings using BNBC’ শিরোনামে উপস্থাপন করেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর এবং পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, Ground Improvement Case Studies in Bangladesh’ শিরোনামে বুয়েটের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারী, ‘Recent Earthquake Related Researches at BUET-JIDPUS’ শিরোনামে BUET-JIDPUS -এর পরিচালক প্রফেসরড. রাকীব আহসান এবং ‘Advances in Seismic Resistant Design of RC Bridges’ শিরোনামে চুয়েটের আইইইআর’র পরিচালক ও পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

 


ঢাকা, ১২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ