Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

২৭ অক্টোবর থেকে চবির ভর্তি প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ৫ জুলাই ২০১৮, ০৪:০২

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি প্রক্রিয়া আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানাগেছে।

চবির ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন।

ভিসি ক্যাম্পাসলাইভকে বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অর্থ সাশ্রয়ের জন্য চবি এই শিক্ষাবর্ষ থেকে দশটি ইউনিটের পরিবর্তে কেবলমাত্র চারটি ইউনিট যথা- বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ও সম্মিলিত ইউনিটে ভর্তি পরীক্ষা পরিচালনা করবে।’

তিনি আরও বলেন, চ্ছু শিক্ষার্থীদের একটি মেসেজ (এসএমএস) পাঠিয়ে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করতে হবে।

এছাড়া পরীক্ষার বিস্তারিত, নিবন্ধন প্রক্রিয়া, ভর্তি ফি পরিশোধ ও শিক্ষার্থীদের যোগ্যতার বিষয়াবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (cu.ac.bd) থেকে জানা যাবে।

আইসিটি কেন্দ্র, আই.টি ভবন (কক্ষ নং: ২০১),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় ভর্তি অফিস ,কক্ষ নং - ২১৪, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
ই-মেইলঃ admission@cu.ac.bd, admission@eis.du.ac.bd

হেল্প লাইন:
(০২)-৯৬৬৯৯৩৪, ০১৬৩১৯৫৩৮৪৩(ঢা.বি.)
০১৫৫৫৫৫৫১৪০, ০১৫৫৫৫৫৫১৪১ (চ.বি.)
০১৫৫৫৫৫৫১৩৫ (A-ইউনিট ), ০১৫৫৫৫৫৫১৩৬ (B-ইউনিট)
০১৫৫৫৫৫৫১৩৭ (C-ইউনিট ), ০১৫৫৫৫৫৫১৩৮(D-ইউনিট )

 

ঢাকা, ০৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ