Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শুক্রবার থেকে কুবির ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৬, ২৩:২১

কুবি লাইভ: লালমাই পাহাড়ের পাদদেশ ঘেরা দেশের মধ্য-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে শুক্রবার ও শনিবার।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং পরদিন শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের একাদশ ব্যাচের অংশীদার হতে এ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৫৪, ১২৯জন পরীক্ষার্থী। ৬টি অনুষদের অন্তর্ভুক্ত ১৯ টি বিভাগের ১০৪০টি আসনে প্রতিযোগিতা করবে উল্লেখিত পরীক্ষার্থীরা, যেখানে আসন প্রতি লড়বে প্রায় ৫৩ জন।

এর মাঝে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে ২২ হাজার ১১৯জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪৫০ আসনের বিপরীতে ১৯ হাজার ৬৫৭ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০ আসনের বিপরীতে ১২ হাজার ৩৯৫ জন আবেদন করেছে। ভর্তি পরীক্ষার কারিগরী কমিটির প্রধান ড. আব্দুল মালেক এ তথ্য দেন।

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও নিরাপত্তা ব্যবস্থায় অংশ নিয়েছে ভর্তি নিবিঘ্নে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে। এই উদ্দেশ্যে ক্যাম্পাসের গুরুত্তপূর্ণ স্থানগুলোতে ইতিমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই সাথে পরীক্ষা চলাকালীন সময়ে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রের আশেপাশে যেকোন প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন প্রতিহত করতে যে কোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে ভর্তি পরীক্ষার আইন শৃঙ্খলা রক্ষা উপ-কমিটি। কোন পরীক্ষার্থীকে মোবাইল ফোন, হেডফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ কোন প্রকার ইলেক্ট্রনিক যন্ত্রাংশ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবেনা।

পরীক্ষা চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের টহল থাকবে প্রতিটি কেন্দ্রে। পরীক্ষায় যে কোন প্রকার অসদুপায় অবলম্বনের দায়ে সাথে সাথে অভিযুক্তকে আইনের আওতায় নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা জালিয়াতির আশ্রয় নিলে অভিযুক্তকে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে। আশা করবো মেধাবী এবং যোগ্যরাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় পরিবারের অন্তর্ভুক্ত করবে।’

ঢাকা, ১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ