Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আহত চুয়েট শিক্ষার্থী শাওনকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার ২০১৬, ০৬:০৭


চুয়েট লাইভ: ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর কম্পিউটার প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের (১১,ব্যাচ) শিক্ষার্থী মুক্তাধির শাওনকে বুধবার বেলা ৪ টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার আহত শাওনকে চুয়েট মেডিকেল সেন্টার নেয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন্ পরে আহত অবস্থায় আনুমানিক রাত ৯ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করেন।

আহত শিক্ষার্থীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে।বেলা সাড়ে ১০ টার দিকে চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত চট্টগ্রাম মেডিকেল সেন্টারে লাইফ সার্পোটে (আইসিইউ) রাখা হয়। এখন আহত মুক্তাধির শাওন অজ্ঞান অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।


উল্লেখ্য যে, এর আগে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে অপরপক্ষের ছাত্রলীগ কর্মী শেষ বর্ষের (’১২ ব্যাচ) রিসাদ হোসাইন ,সুস্ময় বড়ুয়া, সৈকত দত্ত সহ ৮-১০ জন হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে শাওনকে কুদরত-ই-খুদা হলের ৩৬৪নং রুম থেকে নিয়ে যায়। এরপর তাঁকে সিএনজিতে করে চুয়েটের পাশে অবস্থিত ইমাম–গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রড ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে চুয়েট মেডিকেল সেন্টারের সামনে পাওয়া যায়।

তবে প্রতিপক্ষের কর্মী রিসাদ হোসাইন সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, আমার বিপক্ষে আনা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। সুস্ময় বড়ুয়া ও সৈকত দত্তের বিরুদ্ধেও ভিত্তিহীনভাবে এ অভিযোগ আনা হয়েছে।

 

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ