Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবি'তে ভর্তিচ্ছুদের তথ্যসেবায় আঞ্চলিক সংগঠন

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ২৩:১৩

কুবি লাইভ: শুরু হতে যাচ্ছে দেশের মধ্য-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। এই উপলক্ষে আগত ভর্তি পরীক্ষার্থীদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজেদের এলাকা ভিত্তিক সংগঠনের ব্যানারে এরই মধ্যে বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছেন।

দেশের বিভিন্ন বিভাগীয় অঞ্চল ও জেলা থেকে আগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিজেদের মধ্যে আন্ত:সম্পর্ক বৃদ্ধি করার লক্ষেই মূলত আঞ্চলিক সংগঠন গুলোর অবতারণা করেন। এর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, উত্তরবঙ্গ ছাত্র পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, কিশোরগঞ্জ স্টুডেন্টস ফোরাম, লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরাম, ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, চৌদ্দগ্রাম ছাত্রকল্যাণ পরিষদ।

এছাড়া তথ্য সেবায় নিয়োজিত থাকছে, টাঙ্গাইল স্টুডেন্টস ফোরাম, ফেনী স্টুডেন্টস ফোরাম, হবিগঞ্জের বন্ধন, বৃহত্তর ফরিদপুর ছাত্র পরিষদ, খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী ছাত্রকল্যাণ পরিষদ, রাজবাড়ী স্টুডেন্টস ফোরাম, কক্সবাজার ছাত্রকল্যাণ পরিষদসহ আরও বিভিন্ন বিভাগীয় ও অঞ্চল ভিত্তিক সংগঠন।

কার্যক্রমের অংশ হিসেবে রয়েছে এসব সংগঠনের প্রতিটি সদস্যের নিজ উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা। পাশাপাশি পরীক্ষার দিন বিভিন্ন সহযোগিতাকল্পে পরীক্ষাকেন্দ্রের সামনে বুথ, পোস্টারিং ও লিফলেটের ব্যবস্থাও থাকছে সংগঠনগুলোর আয়োজনে।

এছাড়াও ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ ও ইভেন্টের দ্বারা ভর্তি পরীক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পরীক্ষা কেন্দ্রের যাবতীয় তথ্য, যাতায়াত ব্যবস্থা ইত্যাদির তথ্য সেবা প্রদান শেয়ার করছেন এসব সংগঠনের সদস্যরা। এতে করে ভর্তি পরীক্ষার্থীরা যেকোন ধরনের অসহযোগিতা বা হয়রানির শিকার থেকে রক্ষা পাবেন বলে তারা আশা করছেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নূর মোহাম্মদ জিসান বলেন, ‘ আঞ্চলিক সংগঠনগুলো ক্যাম্পাসে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে সাহায্য করে। আমরা সংগঠনের উদ্যোগে আগত পরীক্ষার্থীদের জন্য আবাসন, যাতায়াতের সহযোগিতাসহ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। এর মাধ্যমে দূর-দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীরা উপকৃত হবেন বলে আমরা আশা করছি।’

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্যাম্পাস বহির্ভূত বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন আবাসনে অবস্থানরত শিক্ষার্থীরা নিজেদের এলাকা থেকে আগত পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা নিচ্ছেন।

প্রকাশ্য যে, এ বছর আসছে ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগের ১০৪০টি আসনে প্রতিযোগিতা করবে ৫৪,১২৯ জন পরীক্ষার্থী যেখানে আসন প্রতি লড়বে প্রায় ৫৩ জন।


ঢাকা, ২৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ