Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২৫ মে

প্রকাশিত: ২৩ মে ২০১৮, ০৪:৩৫

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি' আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপি আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হবে আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক।

পরিবেশ বাঁচাতে এ বিতর্কের লড়াইয়ে ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২৮ টি বিতার্কিক দল অংশ নেবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগামী ২৫ মে চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে শুরু হবে এ বিতর্কের আসর।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিইউডিএসের সাধারণ সম্পাদক ইনজামামুল হোছাইন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরিবেশ সংক্রান্ত নানান সমস্যা তুলে ধরে সকলের সচেতনতা সৃষ্টি করাই এর উদ্দেশ্য। সংসদীয় ধারার দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার প্রথমদিন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক, আইন অনুষদ ডিন প্রফেসর ড. এবিএম আবু নোমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

দ্বিতীয় দিন ২৬ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিইউডিএসের সভাপতি মোহাম্মদ আবু ফয়সাল।

 

ঢাকা, ২২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ