Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ছেলেকে স্কুলে দিয়ে মহিষের গুঁতোয় প্রাণ গেল বাবার

প্রকাশিত: ১৬ মে ২০১৮, ০৭:৪৫

চট্টগ্রাম লাইভ : চট্টগ্রামে ছেলেকেন স্কুলে রেখে ফেরার পথে প্রাণ গেছে বাবার। পাগলা মহিষের শিংয়ের গুঁতোয় মজিবুল হাসান (৪০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারী-শিশুসহ আরও চারজন। মঙ্গলবার বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকার খালপাড়ে এ ঘটনা ঘটে। সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে মহিষটির আক্রমণের মুখে পড়েন মজিবুলসহ আরও কয়েকজন পথচারী। এ সময় শিংয়ের গুঁতোয় আহত হন মজিবুলসহ পাঁচজন। এর মধ্যে মজিবুল ও সাকুরা বেগম (৩৮) নামের এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মজিবুলকে মৃত ঘোষণা করেন। তিনি পটিয়া উপজেলার সৈয়দ বাড়ির শামসুল হুদার ছেলে। আহত সাকুরা চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন আছেন। অপর আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুইজন নারী ও একজন শিশু।

স্থানীয়রা জানান, রসুলবাগ আবাসিক এলাকায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তি ধর্মীয় নানা উৎসবে গরু-মহিষ কিনে এনে ভাগা হিসেবে বিক্রি করেন। রমজানকে সামনে রেখে কয়েকদিন আগে একটি বড় মহিষ কেনেন তিনি। মঙ্গলবার সকাল ৮টায় খালপাড়ে বাঁধা মহিষটি হঠাৎ রশি ছিঁড়ে ব্যস্ততম রাস্তার পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। এসময় আক্রান্ত হন মজিবুল হাসান।

ঢাকা, ১৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ