Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দিয়াজের মৃত্যু: চবিতে চলছে অবরোধ

প্রকাশিত: ২৭ নভেম্বার ২০১৬, ২১:৩৬

 



চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুকে 'হত্যাকাণ্ড' অভিহিত করে ৩ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
 
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পালিত এ অবরোধ কর্মসূচির কারণে রোববার সকাল থেকে শাটল ট্রেন ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাস চলাচল করেনি। এর আগে শনিবার রাতে দিয়াজের অনুসারিরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়।
 
এদিকে অবরোধের কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে না পারায় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগই ফাঁকা ছিল।
 
গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দুইদিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা করেছেন দিয়াজ।

কিন্তু তার পরিবার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে, দিয়াজকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পাঁচটি গ্রাহকসেবা কেন্দ্র চালু করলো হুয়াওয়ে

আইটি লাইভ: সিলেট, গাজীপুর, খুলনা, বগুড়া ও রাজধানী ঢাকায় পাঁচটি সেবাকেন্দ্রের উদ্বোধন করলো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ পাঁচটি সেবাকেন্দ্র খোলার মাধ্যমে হুয়াওয়ে দেশজুড়ে এর গ্রাহকদের সর্বোত্তম বিক্রয়ত্তোর সেবা প্রদানের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেলো।

গত ১৬ নভেম্বর খুলনা ও বগুড়ায়, ২২ নভেম্বর গাজীপুর ও সিলেটে চারটি সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয় এবং রাজধানীর পুরানা পল্টনে সেবাকেন্দ্রটির উদ্বোধন করা হয় গত ২৩ নভেম্বর। পুরানা পল্টনে সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিঃ-এর ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং।

নতুন সেবাকেন্দ্রের উদ্বোধনকালে ইংমার ওয়্যাং বলেন, ‘নতুন সব জায়গায় নতুন সেবাকেন্দ্রের ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উচ্চ মানসম্পন্ন স্মার্টফোন ও বিক্রয়োত্তর সেবাদানের কারণে হুয়াওয়ে অত্যন্ত দ্রুতগতিতে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে।

ক্রমবর্ধমান হুয়াওয়ে ডিভাইস ব্যবহারকারীদের প্রয়োজনীয় ও তাৎক্ষণিক সেবাদানে এ সেবাকেন্দ্রগুলো আমাদের সহায়তা করবে। বাংলাদেশের বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণে আমরা অতি শীঘ্রই দেশজুড়ে আরও অনেক বেশি সেবাকেন্দ্র চালু করবো।’

নতুন চালু হওয়া সেবাকেন্দ্রগুলো পুরানা পল্টনের বাইতুল ভিউ টাওয়ারে, গাজীপুরের ভাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্সে, সিলেটের পূর্ব জিন্দাবাজারে আর.বি কমপ্লেক্সে, খুলনায় শেখপাড়া তেতুলতলা মোড়ের কেডিএ অ্যাভিনিউয়ে এবং বগুড়ার আল-আমিন কমপ্লেক্সে অবস্থিত।

সেবাকেন্দ্রগুলোতে গ্রাহকরা ওয়্যারেন্টি থাকা ডিভাইসগুলোর বিনামূল্যে গ্রাহকসেবা নিতে পারবেন এবং এর সাথে ওয়্যারেন্টিবিহীন ডিভাইসের ক্ষেত্রে কমমূল্যে সেবা নিতে পারবেন।

নতুন চালু হওয়া সেবাকেন্দ্রগুলোসহ হুয়াওয়ের বর্তমানে দেশজুড়ে ছয়টি গ্রাহকসেবা কেন্দ্র এবং ৫২টি কালেকশন পয়েন্ট রয়েছে। এছাড়াও, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হুয়াওয়ে দেশজুড়ে আরও আটটি সেবাকেন্দ্র চালু করবে।

গ্রাহককে আরও কার্যকর উপায়ে সেবাদানের জন্য একটি হটলাইনও- ০৯৬১০ ৭৭৭ ৭৭৭ চালু করেছে প্রতিষ্ঠানটি। হটলাইনটি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহকসেবা দানে নিয়োজিত থাকবে।



চবি, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ