Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবিতে সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭ মে ২০১৮, ০৪:২১

কুবি লাইভ: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি আনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফের উপস্থাপনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় খালিদ সাইফুল্লাহ হত্যা কান্ডের বিচার এখনও হয়নি’।

এছাড়াও গ্রীষ্মকালীন অবকাশ এবং ঈদুল ফিতরের বন্ধের পর যদি খালিদ সাইফুল্লাহ হত্যা কান্ডের বিচার না করা হয় তবে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেয় শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

ঊল্লেখ্য ২০১৬ সালের আগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ নিহত হয়।


ঢাকা, ০৬ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ