Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নোবিপ্রবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন উদ্বোধন

প্রকাশিত: ২৫ নভেম্বার ২০১৬, ০৩:১৪

 



নোবিপ্রবি লাইভ: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৩ দিনব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

নোবিপ্রবি ইংরেজী বিভাগ এর আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র নির্দেশনা পরিচালক আফসানা মৌসুমী, ‘ইন্ট্রা-এডমান ১৬, এনএসটিইউ’ এর মহাসচিব শিপনুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর মো. মমিনুল হক উপস্থিত তরুণ কূটনীতিকদের একাডেমিক ও প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

বৃহস্পতিবার উদ্বোধনী দিনে ৭২ জন তরুণ কূটনীতিক অংশ নিয়েছে। আর দ্বিতীয় এবং সমাপনী দিনে শিক্ষার্থীরা বিতর্ক, কূটনৈতিক আলোচনা, জাতিসংঘের কার্যপত্র এবং খসড়া প্রস্তাব তৈরি করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।


ঢাকা, ২৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ