Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবিতে আইসিটি প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ২১ নভেম্বার ২০১৬, ০৪:৪১

 



কুবি লাইভ: বিশ্বব্যাপী তথ্যপ্রযুুুুক্তির ব্যাপক সম্প্রসারণের পথ ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রনালয়ের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে ‘লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পে’র উদ্বোধন করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১নং রুমে এ প্রকল্প উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আজিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ অহসান উল্ল্যাহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার, ফার্মেসি বিভাগের সভাপতি প্রদীপ দেবনাথ, আইসিটি বিভাগে প্রভাষক মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষাথীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  আইসিটি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী সাইয়্যেদ মাখদুম উল্ল্যাহ।

সভায় বক্তারা বলেন, ইন্টারনেট ভিত্তিক ফ্রিল্যান্সিং এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অর্থ ইনকামের সুবর্ণ সুযোগ পাচ্ছে। এই লক্ষ্যেই আমাদের এই ‘লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্প’। কুমিল্লা জেলা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বিত প্রয়াসে কুমিল্লা জোনে এই প্রকল্প পরিচালিত হবে। রেজিস্ট্রেশন এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশ নিবেন।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘তথ্য ও প্রযুক্তিতে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও তার অংশীদার। আমার বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই আর্নিং এবং লার্নিং প্রকল্পে অংশ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধি করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।’


কুবি, ২০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ