Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রাণ ফিরে পাচ্ছে কুবি ক্যাম্পাস

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৬, ১১:৫৪

kubi

মাহফুজ কিশোর, কুবি: অনির্দিষ্টকালের বন্ধের প্রায় ২ মাস (৫৫ দিন) পর গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) খুলেছে দেশের মধ্য-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এরই সাথে জমে উঠেছে ক্যাম্পাস আঙ্গিনা।

 

প্রায় দুই মাস পর ক্যাম্পাসে ফিরেই যেন প্রাণ ফিরে পেলেন শিক্ষার্থীরা। বন্ধুদের আড্ডায় একে একে জমে উঠছে কাঁঠালতলা, জিয়ার মাজার, লালন চত্বর, বর্ণমালা চত্বর, থিয়েটার চত্বর, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াসহ পুরো ক্যাম্পাস প্রাঙ্গন।

 

এতোদিন ক্যাম্পাসের প্রতিটি স্পট যেখানে মৃতপ্রায় পড়েছিল সেখানে আজ আড্ডাবাজদের সরব উপস্থিতি। কেউ গান ধরছেন, কেউ বা গল্পে মেতে উঠছেন। তাদের আড্ডার চিত্র দেখে মনে হবে দীর্ঘদিনের এই বন্ধ তাদের মধ্যে কোন প্রতিবন্ধকতাই সৃষ্টি করতে পারেনি।

 

দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে নিজেদের অনুভ‚তি জানাতে গিয়ে বেশ উৎফল্ল কণ্ঠস্বরে বাংলা বিভাগের শিক্ষার্থী আল আমিন ও ইমরান হোসাইন বলেন, ‘অনেকদিন পর প্রিয় বন্ধুদের মুখগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগছে। এই কয়েকদিন তাদেরকে, এই সবুজ ক্যাম্পাসকে অনেক বেশি মিস করেছি। আমরা চাই এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা যেন আর কখনও আমাদের আনন্দে ছন্দপতন না ঘটায়।’

‘অনেকদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে যারপরনাই ভাল লাগছে। এই কয়েকদিন ক্যাম্পাস ছেড়ে থাকলেও মনটা ক্যাম্পাসেই পড়েছিল। আমাদের সেমিস্টার ফাইনাল এতদিনে হয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু আচমকা এই বন্ধ সেটা পিছিয়ে দিল। আশা করি, এখন খুব তাড়াতাড়িই সেটি অনুষ্ঠিত হবে’- বলছিলেন বর্ণমালা চত্বরে আড্ডারত ক্যাম্পাসের নতুন মুখ প্রত্নতত্ব বিভাগের নাজনীন হীরা ও সাবিকুন্নাহার যুথি।

 

বিবিএ ফ্যাকাল্টি থেকে একটু সামনে গেলেই লালন চত্বর। এতোদিন সেখানে শুকনো পাতা ও আগাছা-পরগাছার রাজত্ব চললেও আজ থেকে সেখানে আড্ডাবাজদের শাসন শুরু হয়েছে। একদল আড্ডাবাজের মধ্য থেকে কথা হলো লোকপ্রশাসন বিভাগের নওয়াজ শরীফ, মাহিন আহমেদ রুবায়েদ হোসাইনের সাথে। ‘দুঃখজনক ও অনাকাঙ্খিত একটি ঘটনা আমাদের জীবন থেকে প্রায় ২ মাস কেড়ে নিল। এই কয়েকদিন প্রিয় মুখগুলোকে ছেড়ে থাকতে কষ্ট হয়েছে খুব। তাই আমরা এই ঘটনার পূনরাবৃত্তি আর চাই না’ -বলছিলেন তারা।

 

এর আগে গত ২৪ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খুলে দেয়া হয়েছে। শনিবার দুপুর থেকেই শিক্ষার্থীরা হলগুলোতে ফিরতে শুরু করেন।

প্রকাশ থাকে যে, গত ১ আগস্টের প্রথম প্রহরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম )//এফআর


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ