Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জয়তু পাহাড়ে ঘেরা, শাটলের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮ নভেম্বার ২০১৬, ১৫:৩৭


শামসুজ্জোহা বিপ্লব : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরব এবং পথচলার ৫০ বছর পূর্তি হয়েছে। গোল্ডেন জুবিলি প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের এক আবেগ, অনুভূতি এবং মিলনমেলার জায়গা। পুরো মাস জুড়েই প্রশাসনের উদ্যোগে চলছে ব্যাপক আয়োজন। দেখতে দেখতে ঘনিয়ে আসলো ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস।

ইতিমধ্যে গোল্ডেন জুবিলির সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে নানারংয়ের লাল, হলুদ, সবুজ নীল বাতিতে সেজেছে আমাদের ক্যাম্পাস। নতুনভাবে সাজে সজ্জিত করা হয়েছে প্রতিটি ডিপার্টমেন্ট, রাস্তাঘাট এবং পুরো ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হবে দুই দিন ব্যাপী।

নিঃসন্দেহে বলা যায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড়, জমকালো এবং জাঁকজমক অনুষ্ঠান এটি। প্রথমদিন ১৮ নভেম্বর বিকেল তিনটায় নগরীর চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হবে সুবর্ণজয়ন্তী শোভাযাত্রা। এটি পরে সিআরবি’র শিরীষ তলায় গিয়ে শেষ হবে। বিকেল পাঁচটায় দেশ বিদেশ থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের অভ্যর্থনা দেওয়া হবে। এরপর সন্ধ্যা থেকে জিইসি কনভেনশন সেন্টারে শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে খ্যাতিমান সঙ্গীতশিল্পী ‍রুনা লায়লাসহ বেশ কয়েকজন শিল্পী গান পরিবেশন করবেন।

দ্বিতীয়দিন ১৯ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে দিনভর বসবে নানা এই জমকালো অনুষ্ঠান। অপেক্ষারত রজনী কাটাচ্ছে প্রাক্তন, বর্তমান প্রায় পঁয়ত্রিশ হাজার ছাত্র শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বিশাল এই অনুষ্ঠানকে ঘিরে তাই নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আগে থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আগে থেকেই ছিলো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। এবার শুধু সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানস্থল কেন্দ্রীয় মাঠের চারপাশে স্থাপন করা হচ্ছে  আরো প্রায় ২০টি সিসি ক্যামেরা। শুধু সিসি ক্যামেরা না। স্থাপন করা হয়েছে ত্রিশ ফিট লম্বা ওয়াচ টাওয়ার। যেখানের ওপরে বসে পুরো এলাকা নিয়ন্ত্রণ করবে পুলিশ। এছাড়া পার্শ্বের জিমনেশিয়ামের ছাদেও বসানো হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কিছুই কমতি রাখেনি।

সুবর্ণজয়ন্তীর এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে সাত হাজার আটশ বিয়াল্লিশ জন প্রাক্তন ছাত্র এবং বিশ হাজার দুইশত উননব্বই জন বর্তমান।


এদিন সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সুবর্ণজয়ন্তীর বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আলোচনা সভাশেষে দুপুর বারটায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে।  দুপুর সাড়ে বারটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন দেশের  জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, আর্টসেল ও লালন। অনুষ্ঠান উপলক্ষে চবির একমাত্র শাটল ট্রেনের সময়সূচিতে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন, চালু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাস। যাতে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের চলাচলে কোনো সমস্যা না হয়।


এসো মিলি প্রাণের সখা
এসো মিলি চবিয়ান
গোল্ডেন জুবিলিতে প্রাক্তন বর্তমান।


জয়তু পাহাড়ে ঘেরা, সবুজে ভরা সমতলের ক্যাম্পাস
জয়তু শাটলট্রেনের একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।



শামসুজ্জোহা বিপ্লব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


ঢাকা, ১৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ