Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দেশের ৪১ জন সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০১৬, ২২:৫৩


চবি লাইভ : আপনি কী জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের মধ্যে রয়েছেন ১১ জন সচিব ও ৩০জন অতিরিক্ত সচিব। চবির ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এমন তথ্য দিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনেক গুণিজনের জন্ম হয়েছে। আমি নিজেও কোথাও গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে গর্ববোধ করি।  

ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন তিনি।

ভিসি বলেন, আমি কোথাও গেলে পরিচয় দিই, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র। সাবেক ছাত্র পরিচয় দিতে আমার মন চাই না। সুবর্ণ জয়ন্তীতে এ সুযোগ আবার আসবে। তখনও আমি বলব, আমি এ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমার মতো আরও অনেকে এ কথা জানাতে চায়-এই গৌরব জানাতেই সুবর্ণজয়ন্তী।

বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা আজ দেশকে নেতৃত্ব দিচ্ছে। যেখানে দেখবেন সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্ররাই আসনে বসে আছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের মধ্যে আজ ১১ জন সচিব, ৩০ জন অতিরিক্ত সচিব রয়েছে। এছাড়া প্রধান বিচারপতিসহ নানা গুরুত্বপূর্ণ পদ অনেক গুণীজন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। এমনকি দেশের অন্যতম বুদ্ধিজীবী ড. আনিসুজ্জামান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, ‘অনুষ্ঠানে ৭ হাজার ৮৪২ জন প্রাক্তন ছাত্র এবং ২০ হাজার ২৮৯ জন বর্তমান ছাত্র রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্য সব মিলিয়ে ৩৫ হাজার মানুষের অনুষ্ঠান এই সুবর্ণ জয়ন্তী।’

১৮ নভেম্বর বিকাল ৩টা থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে। প্রথমদিন বিকেল ৩টায় নগরীর চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হবে সুবর্ণ জয়ন্তী শোভাযাত্রা।



ঢাকা, ১৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ