Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুবিতে খেলা নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১৫ ডিসেম্বার ২০১৭, ০২:৪৩

 

কুবি লাইভ: এবার বিজয় দিবসের খেলা নিয়ে ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১০ জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগ আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানাগেছে বৃহষ্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনায় যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

তবে সংঘর্ষে অংশ নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের অধিকাংশই ক্যাম্পাসের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কমিটিতে আছেন। ছাত্রলীগের প্রকৃত রাজনীতিতে বিচরণ না করেই দলবাজির কারণে তাদেরকে কমিটিতে স্থান দেওয়ার ফলে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে শাখা ছাত্রলীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কাজী নজরুল ইসলাম হলের কলা ও সমাজবিজ্ঞান অনুষদ এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

খেলা চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাসের বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে মাজেদের অনুসারী ও উপ প্রচার সম্পাদক আহমেদ আলী বুখারী স্বজন বরণকে স্ট্যাম্প দিয়ে কোমরে আঘাত করে। এসময় ছাত্রলীগ কর্মী সিফাত ফয়েজ এগিয়ে এলে মাজেদের অনুসারী ও যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ ইসলাম গল্প, উপ-আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সৈকত, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মুনতাসির আহমেদ হৃদয় স্বজনের অনুসারী সিফাত ফায়েজ ও আতিকুর রহমানকে স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তারা।

গুরুতর আহত হওয়ায় আতিকুর রহমানকে তাৎক্ষনিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ তাদের নিবৃত করার চেষ্টা করেন।

তিনি তাদেরকে হলে ফিরে যাওয়ার জন্য বলেন। এরপর হলে ফেরার পথে শালবন বিহারের সামনে রেজাউল ইসলাম মাজেদ ও তার অনুসারী উপ প্রচার সম্পাদক আহমেদ আলী বুখারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সজীব দেবনাথ ও বায়জিদ ইসলাম গল্প ও সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হক শান্তকে নিয়ে আবারও স্বজন বরণের উপর হামলা চালায়।

স্বজন বরণ বিশ্বাসকে মাটিতে ফেলে ক্রিকেটের ব্যাট দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত স্বজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ ক্যাম্পাসলাইভকে বলেন, ‘কোন গ্রুপ নয়। খেলার ভিতরে একটু হাতাহাতি হয়েছে। আমরা বসে সমাধান করব।’

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম। আমি তাদের নিবৃত করার চেষ্টা করেছি। যারা সংঘর্ষে জড়িয়েছে তাদের সকলকে আমি দেখেছি। কেন্দ্রের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ক্যাম্পাসলাইভকে বলেন, ‘খেলাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে সামান্য সংঘর্ষ হয়েছে। আমি ঘটনা শুনেই এ্যাম্বুলেন্স পাঠিয়েছি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

ঢাকা, ১৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ