Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চুয়েটে আর্ন্তজাতিক কনফারেন্স ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর 

প্রকাশিত: ১৪ ডিসেম্বার ২০১৭, ২৩:৫৭

 

চুয়েটে লাইভ: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী চতুর্থবারের মত “মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড রিনিওয়েবল এনার্জি” বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম নগরীর হোটেল লর্ডস ইন-এ আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। খ্রি.অর্থাৎ “4th International Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE-2017)Ó”

উক্ত কনফারেন্স উপলক্ষ্যে বৃহস্পতিবার চুয়েট ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যানগণ এবং কনফারেন্স আয়োজক কমিটির সদস্যগণ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড . মোহাম্মদ রফিকুল আলম । সভায় আসন্ন যন্ত্রকৌশল বিভাগের আন্তর্জাতিক কনফারেন্সের সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে অবহিত করেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।

সভায় জানানো হয়- এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, কানাডা, দক্ষিণ কোরিয়া, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদিআরব ও কাজাখাস্তানসহ পৃথিবীর ১১টি দেশের যন্ত্রকৌশল বিষয়ের অন্তত তিন শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

উক্ত কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি সর্ম্পকিত তথা বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু “নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন” বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে।

কনফারেন্সের প্রথমদিন কী-নোট স্পীকার হিসেবে প্রথম পর্বে “Sustainable Alternative Energy Technologies and Energy Security in Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম.এ রশীদ সরকার।

দ্বিতীয় পর্বে “Sustainable Alternative Energy Technologies and Energy Security in Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- মালেয়শিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোঃ রইসউদ্দিন খান।

তৃতীয় পর্বে “Engineering Model for an Emerging Economy” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- আমেরিকার ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আলমগীর চৌধুরী।

অন্যদিকে দ্বিতীয়দিনে প্রথম পর্বে কী-নোট স্পীকার হিসেবে e “Robotics to Rural : Innovative Teaching and Research Approaches” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুবীর কুমার সাহা।

দ্বিতীয় পর্বে “Characteristics of Vertical and Horizontal Ground Heat Exchangers for Ground Heat Source Pump/Air Conditioning System” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- জাপানের সাগা ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আকিয়ু মিয়ারা (Professor Akio Miyara)।

তৃতীয় পর্বে ““Is a Robot Apocalypse Immanent?” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন- অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের মেকানিক্যাল এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক রস ম্যাকআরি (Professor Ross McArre)। এছাড়া প্রতিদিন চারটি করে পৃথক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ১৮ ডিসেম্বর, ২০১৭ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় হোটেল লর্ডস ইন-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশেষ অতিথি থাকবেন ইঞ্জিনিয়ারস ইনষ্টিটিউশন অব বাংলাদেশ (আই.ই.বি) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূইয়া এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান মাহবুবুল আলম।

সভাপতিত্ব করবেন যন্ত্রকৌশল অনুষদের ডীন এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এছাড়া কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান।

পুরো আয়োজনে পৃষ্ঠপোষকতায় থাকছে- কেওয়াই স্টীল, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসেস (আইইএস)।

ঢাকা, ১৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ