সুইসাইড নোট লিখে চবি শিক্ষার্থী না ফেরার দেশে
Published: 2021-03-06 14:21:17 BdST, Updated: 2021-04-12 03:57:05 BdST

চবি লাইভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে রামগড়ের সোনাইপুড়ে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে একটি সুইসাইড নোট পাওয়া যায়। নিহত শিক্ষার্থী নাম নাইমুর রহমান। তিনি রসায়ন বিভাগের ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তার সহপাঠীরা জানিয়েছেন, নাইমুর অনেক দিন থেকেই হতাশা ও বিষণ্নতায় ভুগছিলেন।
মেধাবী ওই শিক্ষার্থী সুইসাইড নোটে বাবা-মা’র কাছে ক্ষমা চেয়ে লিখেছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার বেঁচে থাকার কোন ইচ্ছা নেই, তাই আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এই দুনিয়া আমার জন্য নয়। সবাই পারলে আমাকে মাফ করে দিবেন।
ঢাকা, ০৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই