Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

'কোচিং সেন্টার বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে'

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০১৬, ০৯:৫০

 

লাইভ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। এ ব্যাপারে অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

‘ভালো শিক্ষকদের ক্লাসরুমেই ভালো হতে হবে, কোচিং সেন্টারে নয়’ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক নামধারী কতিপয় অসাধু ব্যক্তি কোচিং সেন্টার পরিচালনা করছে।
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে অভিভাবকগণ ঐক্যবদ্ধ হলে ক্লাসরুম শিক্ষা কার্যক্রমে এসব শিক্ষকের জবাবদিহিতা নিশ্চিত এবং কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে বলেও শিক্ষামন্ত্রী মন্তব্য করেন।

নুরুল ইসলাম নাহিদ রোববার পুরনো ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় আরো বলেন, নতুন বেতন স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন ভাতাও দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। সৃজনশীল পদ্ধতিসহ ক্লাসরুমে শিক্ষাদানের আধুনিক প্রযুক্তির ওপর শিক্ষকগণ সারা বছর বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

তিনি বলেন,সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকগণ তাঁদের শিক্ষার্থীদের ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে ট্র্যাপ করবেন- এটা মেনে নেয়া যায় না।
শিক্ষামন্ত্রী বলেন,অভিভাবকদের সহযোগিতা পেলে এ ধরণের শিক্ষক নামধারীদের কোচিং ব্যবসা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।

কলেজ’র প্রিন্সিপাল প্রফেসর শেখ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বক্তব্য রাখেন।

 

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ