Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুড়িগ্রাম শীতার্তদের পাশে জবি রোভার

প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২, ০৭:১৪

জবি লাইভ: ‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাঁড়ান' স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২৮ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মির্জা নাসির উদ্দীন। এসময় উপস্থিত রোভার সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ তিন শতাধিক শীতার্তদের মাঝে স্যুয়েটার, কম্বল, শাল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।

কুড়িগ্রাম জেলা রোভারের সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার আবদুল ওয়াদুদ, সহকারী কমিশনার রোকসানা পারভীন এবং সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান।

আরো উপস্থিত ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সম্পাদক আনোয়ার হোসেন, শীতবস্ত্র বিতরণ দলের সদস্য মামুনুর রশিদ, মোঃ কামরুল হাসান, আলমগীর হোসেন, এসকে জামিরুল সহ অন্যান্য রোভার সদস্যরা শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন।

জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, "প্রতি বছরের ন্যায় এবছরও জবি রোভার স্কাউট গ্রুপ অসহায় শীতার্তদের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তারাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়।"

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ইমদাদুল হক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ঢাকা, ২৮ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ